আগামী নির্বাচন ইসলাম ও...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। আগামী নির্বাচন শুধু দেশের...
ছবি সংগৃহিত
সিলেটের জকিগঞ্জে ইটভাটায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী ইমরান আহমদকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে র্যাবের একটি দল তাকে গোয়াইনঘাট থানাধীন গোয়াইনঘাট বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইমরান জকিগঞ্জের নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জকিগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
র্যাব জানায়, জকিগঞ্জ থানাধীন একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে এ বছরের ২৬ জুলাই সকালে পরিত্যক্ত আদিম ব্রিক ফিল্ডে ঘুরতে যাওয়ার পর বিবাদীরা গোপনে ভিকটিম এবং তার বন্ধুর ছবি তুলে আসামিরা। একই সাথে আসামিরা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে ভিকটিমকে ভয়ভীতি দেখায় এবং অনৈতিক প্রস্তাব করে।
ভিকটিম তাতে রাজি না হলে আসামিরা তাকে ও তার বন্ধুকে জোরপূর্বক মুখ চেপে ধরে ব্রিক ফিল্ডের ভেতরে নিয়ে যায়। ভিকটিমের বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে কয়েকজন তাকে প্রাণে হত্যার ভয় দেখায় এবং তাকে আটকে রাখে। পরবর্তীতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে এবং ভিকটিমকে উক্ত বিষয়টি কাউকে না জানানোর জন্য প্রাণে হত্যার হুমকি দেয়।
ভিকটিম ভয়ে কাউকে এ বিষয়টি জানায়নি কিন্তু পরবর্তীতে অসুস্থ হয়ে গেলে তার পরিবারের লোকজনদের জানানোর পরে ভিকটিম নিজে বাদী হয়ে জকিগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এরআগে ধর্ষণ মামলার আরেক আসামি শাকের আহমদকে গত ২০ আগস্ট গ্রেপ্তার করে র্যাব।
এসএ/সিলেট