তরুণ সমাজ দেশের রাজনৈতিক, অর্থনৈতিক...
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, তরুণরাই বল, তরুণরাই শক্তি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের হাতেই রয়েছে সমগ্র...
ছাতকে মানবাধিকার ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)'র নব-গঠিত উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা গোবিন্দগঞ্জ বাজারস্থ একটি রেস্টুরেন্টে নব- গঠিত কমিটির সভাপতি খালেদুজ্জামানের সভাপতিত্বে ও বিএমবিএফ'র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কয়েছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)'র সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এমএ হান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)'র সিলেট বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক ও সেন্ট্রাল অর্গানাইজার বাবু মনোরঞ্জন তালুকদার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)'র সিলেট জেলা কমিটির সভাপতি আলহাজ্ব আশরাফুর রহমান চৌধুরী, সিলেট জেলা কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, সিলেট জেলা কমিটির অর্থ সম্পাদক ইব্রাহিম আলী, ছাতক উপজেলা কমিটির নব-নির্বাচিত সহ সভাপতি, ইউপি সদস্য হোসাইন আহমদ লনি।ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন প্রমুখ।
এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির মাদক ও নেশা প্রতিরোধ বিষয়ক সম্পাদক হাজী গিয়াস উদ্দিন, উপজেলা শাখার বিচার ও শালিস বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার দিল হোসেন, সহ-সভাপতি আনোয়ার পারভেজ, সহসাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মনর মিয়া, দপ্তর সম্পাদক আবুবকর, তথ্য সম্পাদক আতিকুর রহমান, সহ-তথ্য সম্পাদক এ আর, সায়েম, নির্বাহী সদস্য মকবুল হোসেন প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেছেন, সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে মানবাধিকারের চর্চা করতে করতে হবে। বাল্যবিবাহ, নারী নির্যাতন যৌন হয়রানি, জমি দখল, শিশু নির্যাতন প্রতিরোধ করতে হলে সুসংগঠিত হয়ে মানবাধিকার বিষয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন উপজেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরন করেন আশরাফুর রহমান চৌধুরী সহ কমিটির নেতৃবৃন্দ।
এসএ/সিলেট