তরুণ সমাজ দেশের রাজনৈতিক, অর্থনৈতিক...
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, তরুণরাই বল, তরুণরাই শক্তি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের হাতেই রয়েছে সমগ্র...
ছবি সংগৃহিত
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে জল্লারপাড় ওয়াকওয়ে সংলগ্ন জলাধার পরিষ্কারের মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়, সিলেট সিটি করপোরেশন, ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (UNIDO) ও নরওয়ে সরকারের সহযোগিতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার, সহকারী পরিচালক বিসল চক্রবর্তী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক) মো. আমিনুল ইসলাম, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন ও নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার প্রচার সমন্বয়কারী মাওলানা মুফতি ছালিম আহমদ খানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খান মো. রেজা-উন-নবী বলেন, “প্লাস্টিক ও পলিথিনে শহরের জলাধারগুলো ভরাট হয়ে গেছে। এসব পরিষ্কার করলে মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস হবে ও পানির প্রবাহ বৃদ্ধি পাবে। শহরের সব খাল ও ছড়া পরিষ্কার করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “তরুণরাই পরিবর্তনের মূল চালিকা শক্তি। তাদের অংশগ্রহণেই সমাজের সকল অসঙ্গতি ও অপরিচ্ছন্নতা দূর করা সম্ভব।”
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, “একসময় সিলেটে বহু দিঘি ও জলাশয় ছিল, যা এখন অবৈধ দখল ও ময়লার কারণে হারিয়ে যাচ্ছে। সম্প্রতি মাছুদিঘি পরিষ্কার করা হয়েছে, এবার জল্লারপাড় এলাকা পরিষ্কারের কাজ চলছে। পর্যায়ক্রমে সব জলাধার পরিষ্কার ও দখলমুক্ত করা হবে।”
তিনি বলেন, “জলাধারগুলোই সিলেট শহরের প্রাণ। মাস্টারপ্ল্যানে জলাধার সংরক্ষণের ব্যবস্থা নেয়া হয়েছে।”
উল্লেখ্য, ৭ দিনব্যাপী এ অভিযানে সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিচ্ছে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি, ইউনাইটেড সুপার উইমেন, স্কাউটস, সেভ সিলেট, সিলেট ওয়ান্ডার ওমেন, কালারফুল সিলেট, বিডি ক্লিন সিলেট, দ্য হিউম্যান চ্যারিটি সহ মোট ২২টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
এসএ/সিলেট