শিবেরবাজারে ভারতীয় নাসির বিড়ির বড়...
সিলেটের শিবেরবাজার থেকে ভারতীয় নাসির বিড়ির বড় চালান জব্দ করা হয়েছে। এসময় দুই চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জালালাবাদ থানার শিবেরবাজার বড়ফৌদ...
ছবি সংগৃহিত
সিলেটের শিবেরবাজার থেকে ভারতীয় নাসির বিড়ির বড় চালান জব্দ করা হয়েছে। এসময় দুই চোরাকারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জালালাবাদ থানার শিবেরবাজার বড়ফৌদ গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে বিল্লাস আহমেদ ও একই গ্রামের মাহমুদ আলীর ছেলে আমীরুল ইসলাম।
বুধবার (২২ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যার দিকে জালালাবাদ থানার শিবেরবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও মাঝপাড়া সংলগ্ন তিন রাস্তার মোড়ে চেকপোস্ট করাকালে সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশাকে সিগন্যাল দিলে চালক ও যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাদের আটক করে।
তাদের হেফাজত থেকে ৮ কার্টনে মোট ১লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় ‘সেখ নাসির উদ্দিন’ পাতার বিড়ি জব্দ করা হয় যার বাজারমূল্য ৩ লাখ ৩৬ হাজার টাকা। এছাড়াও এসময় চোরাই বিড়ি বহনকাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও আটক করা হয়েছে যার বাজার মূল্য ৩ লাখ টাকা। তাদের দু’জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাদায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা সাইফুল।
এসএ/সিলেট