গোলপগঞ্জে জুলাই-শহিদদের কবরের পাশে...
চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জীবন দেওয়া গোলাপগঞ্জের ৭ শহিদের কবর জিয়ারত করেছেন সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক...
সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন: র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ
ছবি সংগৃহিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসক ও বিআরটিএ-এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে ও সিলেট বেতারের আবৃত্তিশিল্পী নাফিসা তানজীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে অধিকাংশ দুর্ঘটনা ঘটে যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে। চালক ও যানবাহনের পাশাপাশি সড়কও দুর্ঘটনার জন্য দায়ী। ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক মেরামতের বিষয়েও নজর দেওয়া জরুরি। সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে সড়ক নিরাপদ হবে।”
বিভাগীয় কমিশনার আরও বলেন, “সড়কে নামার আগে সচেতন হতে হবে এবং সড়ক আইন মেনে চলতে হবে। বিআরটিএকে দায়িত্বশীল হতে হবে, যেন সবাই যাচাই-বাছাই ছাড়া লাইসেন্স না পায়।” তিনি আরও বলেন, “পরিবহন মালিকদের উচিত তাদের চালক ও যানবাহনের প্রতি দায়িত্বশীল থাকা, তাহলেই দুর্ঘটনা কমবে।”
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিআরটিএ’র উপপরিচালক ডালিম উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাইনুল হাসান, কলামিস্ট আফতাব চৌধুরী, জাতীয় নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক প্রকৌশলী খালিদ মাহমুদ, মোটরযান পরিদর্শক বিআরটিএ আবদুল বারী, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৫ পরিবারের মাঝে ৭৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
এসএ/সিলেট