নোমান হত্যার দায় স্বীকার শ্যালক...
আদালতের নির্দেশে ৪ দিনের পুলিশের রিমান্ড শেষ জকিগঞ্জের কালিগঞ্জ এলাকার ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যার দায় স্বীকার করলেন শ্যালক সুমন। রবিবার চার দিনের...
অভিযুক্ত হানিফ উদ্দিন সুমন ও নিহত ব্যবসায়ী নোমান উদ্দিন (বা দিক থেকে)
আদালতের নির্দেশে ৪ দিনের পুলিশের রিমান্ড শেষ জকিগঞ্জের কালিগঞ্জ এলাকার ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যার দায় স্বীকার করলেন শ্যালক সুমন। রবিবার চার দিনের রিমান্ড শেষে আাসামী হানিফ উদ্দিন সুমনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রােরণ করা হয়েছে।
মামালর তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেন রিমান্ড শেষে পুলিশ প্রতিবেদনে তিনি উল্লেখ করেন আসামী সুমনকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেলেও বিষদ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী নোমান হত্যা মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। নোমান উদ্দিনের সাথে আসামি সুমনের দীর্ঘদিনের শত্রুতা রয়েছে।
নোমানের প্রবাস জীবনের ২৫ বছরের পাঠানো টাকার হিসাব চাহিলে শালা দুলাভাইয়ের শত্রুতা শুরু হয়। এরই সুত্র ধরে আসামী বিভিন্ন ফন্দি করতে থাকে কীভাবে পরিবার থেকে নুমানকে সরানো যায়। আসামী হানিফ উদ্দিন সুমন তার কিছু পরিচিত সহযোগীদেরকে নিয়ে নোমান উদ্দিনকে হত্যা করে মর্মে পুলিশের নিকট জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
আসামী তার এ জঘন্য কাজে সহযোগিতা করেছে এমন বেশ কয়েকজনের নাম প্রকাশ করে। আসামীকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবেন বলেও তদন্ত কর্মকর্তা পুলিশ প্রতিবেদনে উল্লেখ করেন।
এসএ/সিলেট