পরিবর্তনের ঢেউ ছাতকে—জনসমুদ্র মিজানুর রহমান চৌধুরী মিজানের পক্ষে!

৩১ দফার অঙ্গীকারে ছাতক ঐক্যবদ্ধ—মিজানের সমাবেশে মানুষের ঢল

post-title

ছবি মোঃ তাজিদুল ইসলাম

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারে ছাতক উপজেলায় সৃষ্টি হয়েছে জনস্রোত। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এমপি প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজানের প্রতি বিপুল জনগণের সমর্থন প্রকাশ পায়।দদ

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ছাতক পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সমাবেশস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা ঘোষণাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানোর রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ। ছাতকের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত।” তিনি আরো বলেন, “এই জনসমাগম প্রমাণ করে—ছাতকের মানুষ আর অবিচার, দুঃশাসন ও দুর্নীতির পক্ষে নয়।”


ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহমদ'র সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান, পৌর বিএনপির বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহীদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, আবু সুফিয়ান, এখলাছুর রহমান, এড আব্দুল আহাদ, মতিউর রহমান, হাফিজুর রহমান, দোলার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কবিরুল হাসান আংগুর, আশরাফুল হক খেলন, শাহীনুল হক চৌধুরী, ফরিদ মিয়া,ছালিক মিয়া চৌধুরী রুকন,কামাল চৌধুরী, হাজী নিজাম উদ্দিন, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আলা উদ্দীন, ভাত গাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম ছমরু মিয়া,সিংচাপইড় ইউনিয়ন বিএনপির আহবায়ক ফারুক আহমেদ, চরমহল্লা ইউনিয়ন বিএনপির আহবায়ক হুশিয়ার আলী, দোলার বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন ময়না, কালারুকা ইউনিয়ন বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক হাজী আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ সৈয়দের গাও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সামসুল হক মেম্বার, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আহবাব মিয়া,ছাতক সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মধু মিয়া, নোয়ারাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সদরুল আমিন সোহান, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আবিদুর রহমান আবিদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, আজিজুর রহমান আয়েছ, খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুক আহমদ, রাহেল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব শংকর কুমার দাস, সমসু মিয়া,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাহিদুর রহমান হীরা, সৈয়দ মনসুর আলী, ফয়ছল আহমদ সুমন, মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামীম, জেলা ছাত্রদলের সদস্য আবু তালেব, উপজেলা ছাত্রদলের সদস্য সচীব সাকিব মাহমুদ,, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, শাহ কামাল, আব্দুল হেকিম,,আলা উদ্দীন,পৌর ছাত্রদলের সদস্য সচীব মোজাহিদ হোসাইন, জাউয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আসিকুর রহমান সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।  

পুরো অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করবো’—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

টিএ/ছাতক