এইচএসসি'র ফলাফল : সিলেটে পাশের হার ৫১ দশমিক ৮৬

post-title

ছবি সংগৃহীত

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের প্রকাশিত ফল শতভাগ সঠিক হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হয়। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফল প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বৈষম্যহীন নতুন বাংলাদেশে আমরা কোনো বৈষম্য করিনি। এটাই শতভাগ সঠিক রেজাল্ট। আমরা কাউকে বিশেষ বিবেচনায় পাস করাইনি, যে যা লিখেছে ফলাফল তাই হয়েছে। খাতা মূল্যায়নে এমনটাই হওয়া উচিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, সবচেয়ে বেশি ফেল করেছে ইংরেজি বিষয়ে। বিগত ২১ বছরে সবচেয়ে খারাপ রেজাল্ট এটি। সর্বশেষ ২০০৪-৫ সেশনে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

চেয়ারম্যান বলেন, ‘শতভাগ পাসের প্রতিযোগিতায় আমাদের ছাত্র-ছাত্রীরা পদপিষ্ট হচ্ছে। এরপর আমরা শতভাগ পাসের প্রতিষ্ঠানের যে ক্যাটাগরি সেটি রাখব না। যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য শুভ কামনা, আগামীতে ভালো করবে।’

গত বিগত ৫ বছরে এবারই প্রথম পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হয়েছে সে কারণে ফলাফল আশানুরূপ হয়নি বলেও জানান চেয়ারম্যান।

এ বছরের ঢাকা শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ। পাসের হার সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়া রাজশাহীতে ৫৯ শতাংশ ৪০, যশোরে ৫০ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এবারের এইচএসসি পরীক্ষায় ১১টি শিক্ষাবোর্ডে গড়ে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। তবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।

এসএ/সিলেট