দক্ষিণ সুরমায় আ.লীগ নেতা তুহিন গ্রেফতার

post-title

ছবি সংগৃহিত

দক্ষিণ সুরমায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দিবা গতরাতে দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোয়াজিদুল হক তুহিন করসনা গ্রামের রুসন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তোয়াজিদুল হক তুহিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি।

তিনি লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

এসএ/সিলেট