সিলেট-২ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত নয়: ইলিয়াসপত্নী লুনা

post-title

ছবি সংগৃহিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদী লুনা বলেছেন, তিনি দলের নির্দেশেই মাঠে কাজ করছেন। এখনও সিলেট-২ আসনের কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি।

সোমবার (৬ অক্টোবর) বিকালে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)- কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

লুনা বলেন, দল আমাকে মাঠে কাজ করতে বলেছে। মিডিয়া কী লিখলো বা কোন উদ্দেশ্যে লিখলো, তা আমার জানা নেই। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।

এর আগে তিনি ইমজার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্যমূলকভাবে মতবিনিময় করেন এবং সিলেট-২ আসনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা আসন্ন জাতীয় নির্বাচন, বিএনপির সম্ভাব্য প্রার্থী নির্বাচন এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন রাখেন, যার উত্তর দেন তাহসীনা রুশদী লুনা।

এসএ/সিলেট