নগরী থেকে যুবলীগ নেতা সোহেল আটক

post-title

ছবি সংগৃহিত

নগরী থেকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে যুবলীগ নেতা সোহেলকে। তিনি ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা।

বুধবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর ঘাসিটুলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ। সোহেল ১০নং ওয়ার্ডের মজুমদারপাড়ার মো. মোক্তার মিয়ার ছেলে।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত দুটি মামলার আসামী। এছাড়াও অপর  একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।

গ্রেপ্তারের পরপরই আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।

এসএ/সিলেট