নোমান হত্যার দায় স্বীকার শ্যালক...
আদালতের নির্দেশে ৪ দিনের পুলিশের রিমান্ড শেষ জকিগঞ্জের কালিগঞ্জ এলাকার ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যার দায় স্বীকার করলেন শ্যালক সুমন। রবিবার চার দিনের...
ছবি সংগৃহিত
সিলেটের বিশ্বনাথের লামাকাজি রেলক্রসিং এলাকার পরিত্যক্ত গার্ড রুম থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে র্যাব। পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
র্যাব জানায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) গোপন সূত্রে সংবাদ পেয়ে সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজী এলাকায় বিস্ফোরক জাতীয় ৩টি বস্তু রয়েছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন লামাকাজী রেল ক্রসিং এলাকার পরিত্যক্ত গার্ড রুমে অভিযান পরিচালনা করে বিস্ফোরক সদৃশ ০৩ টি পরিত্যক্ত ককটেল এর সন্ধান পায়।
এরপর সোমবার বিকেল সাড়ে ৫টায় উদ্ধারকৃত ককটেলগুলো বিশ্বনাথ থানা পুলিশের উপস্থিতিতে র্যাব সদর দপ্তর ও র্যাব-৯ এর বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা রেল লাইনের পরিত্যক্ত ফাকা জায়গায় নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।
এব্যাপারে সিলেট জেলার বিশ্বনাথ থানায় একটি জিডি করা হয়। এছাড়াও, বিস্ফোরকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট