বিয়ানীবাজারে বিভিন্ন দপ্তর পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক

post-title

ছবি সংগৃহিত

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন দপ্তর সরেজমিন পরিদর্শন করেছেন।

সোমবার দুপুরের পর থেকে তিনি উপজেলা প্রশাসন, থানা, হাসপাতাল, পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বিয়ানীবাজারে চিকিৎসক, নার্স ও জনবল সংকট। যা কাটিয়ে ওঠার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রেরণ করা হবে।

পৌরশহরের দাসগ্রামে পূজা মন্ডপ পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, শারদীয় দূর্গাপূজা যাতে শান্তিপূর্ণ-আনন্দমুখর হয়, সেজন্য কাজ করছে প্রশাসন। সবাইকে নিয়ে সিলেটকে নতুন করে সাজাতে চান তিনি বলে উল্লেখ করেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. মনিরুল হক খান, অফিসার ইনচার্জ আশরাফ উজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসকের সাথে ছিলেন।

এসএ/সিলেট