অবৈধ যানবাহন চলাচল নিয়ে সুধি-সমাজের সাথে মতবিনিময় করলেন পুলিশের কমিশনার

post-title

ছবি সংগৃহিত

সিলেটে ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহন চলাচল নিয়ে আবারও সিলেটের সুধি-সমাজের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী-পিপিএম।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় যারা বক্তব্য রেখেছেন, সবাই ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বলেছেন, এদের কারণে নগরীতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তাই তাদেরকে সিলেট মহানগরীতে চলতে দেওয়া যাবেনা। এ ক্ষেত্রে পুলিশের ভূমিকায় তারা সন্তোষ প্রকাশ এবং একাত্মতা ঘোষণা করেন।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমরা নগরবাসী আপনাদের সাথে আছি। বুধবার তারা বিভিন্ন যানবাহনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এরপর আমরা খবর পেয়েছি, নগরীতে প্রচুর ব্যাটারিচালিত রিকশা নামানো হয়েছিল। তারা এত সাহস কোথায় পায়? এদের কঠোরভাবে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, মোগলাবাজার এবং কানিশাইলে কয়েকজন গ্যারেজের মালিককে নিয়ে ইন্ধনদাতারা বৈঠক করেছেন বলে আমরা জেনেছি। তারা ব্যাটারিচালিত রিকশাচালকদের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে নানা ধরনের উস্কানি দিচ্ছেন। আমরা আহ্বান জানাই, তাদের গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন। সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ অন্যান্য রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

সভায় উপস্থিত সুধি সমাজের কয়েকজন নিজেদের বক্তব্যে ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি চার্জের যে সুযোগ রয়েছে, কঠোর অভিযান চালিয়ে তা ধ্বংস করলে আর তারা রাজপথে নামার সুযোগই পাবেনা। তাই সেদিকে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

সভায় বক্তাদের প্রায় সবাই, গত কয়েকদিনের অভিযানের পর নগরীর চালচিত্র অনেকই পাল্টে গেছে বলেও মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন, ওসমানী ও রাগীব-রাবেয়া হাসপাতালের জরুরী বিভাগে খবর নিয়ে জানা গেছে, আগের তুলনায় তাদের ব্যস্ততা এ কয়েকদিন অনেকাংশেই হ্রাস পেয়েছে।  পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএমসহ অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অত্যন্ত মনোযোগ সহকারে সবার বক্তব্য শুনেন।

তিনি পুলিশকে সমর্থন ও সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ জানিয়ে অবৈধ যানবাহন ব্যবহার না করার সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এসএ/সিলেট