নোমান হত্যার দায় স্বীকার শ্যালক...
আদালতের নির্দেশে ৪ দিনের পুলিশের রিমান্ড শেষ জকিগঞ্জের কালিগঞ্জ এলাকার ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যার দায় স্বীকার করলেন শ্যালক সুমন। রবিবার চার দিনের...
ছবি সংগৃহিত
সড়ক শৃঙ্খলা ফেরাতে দ্বিতীয় দিনে সিলেট নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনভর একযোগে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এতে ১০৫টি যানবাহন আটক ও ৩২টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে এ অভিযান শুরু হয়। দ্বিতীয় দিনের অভিযানে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে ব্যাটারিচালিত রিকশা ৬৬, সিএনজিচালিত অটোরিকশা ৫, লেগুনা ৩, মোটরসাইকেল ২৮, ট্রাক ২ ও একটি পিকআপ আটক করা হয়।
এগুলো সরাসরি ডাম্পিং করা হবে। আর এদিন মোট ৩২টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে সিএনজিচালিত অটোরিকশা ১০, মোটরসাইকেল ১৭, মাইক্রোবাস ১, ট্রাক ৩ ও একটি পিকআপের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদর্শণ করতে না পারা এই মামলা। এর আগে সোমবারের অভিযানে মোট ৮৭টি যানবাহন আটক ও ১৭টি মামলা দায়ের করা হয়েছিল।
এসএ/সিলেট