নগরীর রিকাবিবাজার থেকে ছাত্রলীগ নেতা গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

সিলেট নগরীর রিকাবিবাজার থেকে মহানগর ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আলী খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ছাত্রলীগ  নেতার নাম সালমান খান রাজিক। সে মহানগর ছাত্রলীগের সদস্য ও নগরীর পাঠানটুলার আমীর খান রোডের ১৫৪ নম্বর বাসার মো. রিয়াজ খানের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার তাকে আদালতে সোর্পদ করা হবে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

এসএ/সিলেট