দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত

post-title

ছবি সংগৃহিত

দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, মিরাবাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ফজলুর রহমান।

সোসাইটির ভাইচ চেয়ারম্যান আব্দুস শাকুর এর সভাপতিত্বে ও সোসাইটির  সেক্রেটারি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহেদুর রহমান চৌধুরী’র পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ গোলাম রাব্বানী, আল আমিন জামেয়ার প্রিন্সিপাল জনাব জসিম উদ্দিন, শাহজালাল কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান জনাব মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ আলহেরা জামেয়ার প্রিন্সিপালসহ হযরত ওমর ফারুক একাডেমি, বাবুস সালাম মাদ্রাসা এবং সোসাইটি পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানগণ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে একাডেমিক পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বর্ধনের প্রতি গুরুত্বারোপ করেন। এছাড়া শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ও নৈতিকতা গঠনে নানা দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
বক্তারা সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার্থীদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসএ/সিলেট