শাবি শাখা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি জুনায়েদ, সেক্রেটারি শান্ত

post-title

ছবি সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ২০২৫-২৬ সেশনের পূনর্গঠন সম্পন্ন হয়েছে।

এতে শাবিপ্রবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সমাজকর্ম বিভাগের ৩য় বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী জুনায়েদ আহমদ শাখা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে শাখা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন পলিটিকাল স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষ ১ম সেমিস্টারের শিক্ষার্থী আশরাফুল ইসলাম শান্ত।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিলেটের বাফেট হাউজে সিলেট মহানগর, সিলেট পূর্ব জেলা, সিলেট পশ্চিম জেলা ও শাবিপ্রবি শাখার সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে নব-নির্বাচিত শাবিপ্রবি শাখার সভাপতি জুনায়েদ আহমেদ বলেন, 'বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে সকল শ্রেনী পেশা মানুষ ও শিক্ষার্থীদের সার্থে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি নতুন নেতৃত্বের মাধ্যমে শাবিপ্রবি শাখার কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে।'
 

এসএ/সিলেট