৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষা ১৮...
চিকিৎসক নিয়োগে ৪৮তম বিসিএস (বিশেষ) এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১৮ জুলাই সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।মঙ্গলবার বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) এক...
ছবি সংগৃহীত
সিলেটসহ দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হলো ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়। পরীক্ষায় এবার অংশ নিয়েছেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ চাকরিপ্রার্থী।
এদিকে, সিলেটের ৯টি কেন্দ্রে সম্পন্ন হল ৪৭তম বিসিএস’র প্রিলিমিনারি টেস্ট। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২টায়।
কেন্দ্রগুলো হচ্ছে, সিলেট সরকারি মহিলা কলেজ, ব্লু-বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মদন মোহন কলেজ, সরকারি আলিয়া মাদরাসা, সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও দি এইডেড হাই স্কুল। পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্রের ২শ’ গজের মধ্যে ১৪৪ ধারা জারি ছিল। কোথাও কোনো অনাকাংখিত ঘটনার খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৭তম বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৪৮৭টি পদ ক্যাডার এবং ২০১টি পদ নন-ক্যাডার। এবারের বিসিএসে কিছু নতুন ক্যাডার পদও যুক্ত হয়েছে। বিশালসংখ্যক প্রার্থীকে একযোগে পরীক্ষায় অংশগ্রহণ করাতে কমিশন প্রস্তুতি নিয়েছে কয়েক ধাপে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় গত বছরের ১০ ডিসেম্বর।
এসএ/সিলেট