নগরীতে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে প্রশাসনের অভিযান

post-title

ছবি সংগৃহিত

মহানগরীর বন্দরবাজার এলাকার নাগরী চত্বরে সিলেট জেলা প্রশাসন ও সিলেট বিআরটিএ’র উদ্যোগে অবৈধ সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ১২জন অটোরিকশা চালককে জরিমানা ও সতর্ক করা হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

সিলেট জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে এই অভিযান উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট অফিসের কর্মকর্তা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও পুলিশ সদস্যরা।

সিলেট সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) মাহমুদ আশিক কবির জানান,  মহানগরীর বন্দরবাজার থেকে শেখঘাট, লামাবাজার, এম.এ.জি ওসমানী মেডিকেল, সুবিদবাজার, আখালিয়া, তেমুখি ও বাইপাস রোডে চালিত সকল সিএনজিচালিত অটোরিকশার কাগজ-পত্রাদি, চালকের লাইসেন্স এবং গাড়ির ফিটনেস্ ও ইন্সুরেন্স যাচাই-বাছাই করা হয়েছে।

এসময় ১২জন অটোরিকশা চালককে জরিমনা ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এমন অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।

এসএ/সিলেট