সিলেট সীমান্ত দিয়ে ভারত...
সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ি শুক্রবার ও আগের দিন...
ছবি সংগৃহিত
কোম্পানীগঞ্জে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম জুয়েল আহমদ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। মঙ্গলবার দুপুর ২টায় ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানাপুলিশ।
জুয়েল আহমদ কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য। সে উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনের বিরোধিতা ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায় জুয়েল আহমদের বিরুদ্ধে ২টি ওয়ারেন্ট ছিল। তাকে ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
এছাড়াও তার বিরুদ্ধে থানায় অন্য কোন মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, ওয়ারেন্ট থাকায় জুয়েল আহমদকে গ্রেফতার করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।
এসএ/সিলেট