কোম্পানীগঞ্জে ভারতীয় মদের বিশাল চালান...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি বাড়ি থেকে ভারতীয় মদের বিশাল চালান জব্দ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চালানটি জব্দ...
ছবি সংগৃহিত
সিলেটের ঐতিহ্যের প্রতিক কিনব্রিজ। ঝুঁকিপূর্ণ বিবেচনায় এই ব্রিজ দিয়ে যানবাহন পারাপার বন্ধ অনেক দিন ধরে। চলছে কেবল মোটরসাইকেল। আর এর সুযোগ নিয়েছেন নগরীর ক্ষুদ্র ও ভাসমান ব্যবসায়ীরা। কিনব্রিজ দখল করে তারা চালিয়ে যাচ্ছিলেন বাণিজ্য। ব্রিজটি থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে।
সিলেটের নবাগত জেলা প্রশাসকের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয় কিনব্রিজের উপর। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিসন সরকার ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নেতৃত্বে অভিযান চলে। এসময় কিনব্রিজের ব্যবসায়ীরা দ্রুত তাদের মালামাল নিয়ে সরেয়ে পড়েন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার জানান, হকারদের জন্য লালদিঘীরপাড় হকার্স মার্কেট প্রস্তুত আছে। যা ঘাটতি আছে আমরা তাও ঠিকঠাক করে দিচ্ছি। তাদের সেখানে বসতে হবে।
এদিকে, সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. পারভেজ গণমাধ্যমকে জানান, দুপুরের পর জেলা প্রশাসক সারোয়ার আলম কিনব্রিজ পরিদর্শন করেছেন। তিনি হকারদের ব্রিজ বা রাজপথ দখলের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন।
তিনি আরও জানান, লালদিঘীরপাড় হকার্স মার্কেটে যেতে সব হকারকে। সেটি সম্পূর্ণ প্রস্তুত হতে সপ্তাহখানেক সময় লাগবে। এ সময়টাতে হকাররা ফুটপাতে বসতে পারবেন। রাজপথে নামলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পরে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও সিসিক কর্মকর্তাদের নিয়ে কিনব্রিজ পরিদর্শন করেন। কিনব্রিজ সিলেটের ঐতিহ্যের প্রতিক হলেও সম্প্রতি ব্রিজটি রীতিমতো একটা বাজারে পরিণত হয়েছিল।
প্রতিদিন প্রায় শ’খানেক হকার বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে ব্রিজের দুইপাশে বসেন। ব্রিটিশ আমলে সিলেটের সুরমা নদীতে নির্মিত কিনব্রিজের ওপর অবৈধভাবে ভ্রাম্যমাণ দোকানপাট বসিয়েছেন তারা। অনেক পথচারী পণ্য কেনা বা দরদাম করতে গিয়ে জটলা পাকান বিক্রেতাদের কাছে। ফলে সেতু দিয়ে হাটাচলায় দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। বিশেষত নারী পথচারীদের পড়তে হয় অস্বস্থকির অবস্থায়। গা ঘেঁষাঘেঁষি করতে চলতে হয় তাদের।
এসএ/সিলেট