কোম্পানীগঞ্জে ভারতীয় মদের বিশাল চালান...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি বাড়ি থেকে ভারতীয় মদের বিশাল চালান জব্দ করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চালানটি জব্দ...
ছবি সংগৃহীত
সিলেট মহানগরীর পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল পৌণে ৫টার দিকে পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন শাহী ঈদগাহের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা সেখানে প্রকাশ্যে শিলং তীর জুয়া খেলছিলেন। তাদের কাছ থেকে নগদ ১ হাজার ১৩০ টাকা ও জুয়া খেলার তথ্য সম্বলিত কাগজ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- জালালাবাদ থানাধীন শ্রাবনী আবাসিক এলাকার মো. আবদুর রহিমের ছেলে আশরাফ মিয়া, গোয়াবাড়ীর মো. কালামের ছেলে কাউছার আহমেদ রনি, পাঠানটুলা আলামিন রোডের ফজল মিয়ার ছেলে এমদাদ ও সুবিদবাজার মিতালী গলির আকামত উল্লাহ’র ছেলে আমির আলী।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ/সিলেট