সিলেটের বেশ কয়েকটি এলাকায়...
বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত এবং গাছ-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৮ অক্টোবর) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদুৎ থাকবেনা।এদিন সকাল...
ছবি সংগৃহিত
সিলেটের বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবু মাজেদ গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অংশ নিয়ে পানিতে ডুবে মারা যায়।
বৃহস্পতিবার বিকালে স্কুলের পাশের একটি পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। মাজেদ পানিতে ডুবে গেলে তাকে শিক্ষক, শিক্ষার্থীসহ উপস্থিত লোকজন পানিতে থেকে নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থী আবু মাজেদ পৌরসভার কসবা কোনা টিলা এলাকার ইমাম উদ্দিনের পুত্র। তার মর্মান্তিক মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা ছুটে এসে হাসপাতাল প্রাঙ্গনে ভীড় করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও স্বজনদের সাথে কথা বলেন। বিয়ানীবাজার থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষ করে মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে। পরিবারের ইচ্ছা ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের প্রক্রিয়া সম্পন্ন করতে। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষার্থীরা জানান, অন্যান্য শিক্ষার্থীদের সাথে মাজেদও গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অংশ নিয়ে পুকুরের মাঝ বরাবর গিয়ে পানিতে ডুবে যান। এ সময় শিক্ষার্থীরা পুকুরে আধা ঘন্টা তল্লাশি করে মাজেদের নিথর দেহ উদ্ধার করেন।
এ ঘটনা খুবই মর্মান্তিক জানিয়ে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির আহমদ বলেন, অনাকাঙ্খিত এ ঘটনায় আমরা খুবই মর্মাহত।
এসএ/সিলেট