সিলেটের বেশ কয়েকটি এলাকায়...
বিতরণ লাইন ও ট্রান্সফরমার মেরামত এবং গাছ-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৮ অক্টোবর) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদুৎ থাকবেনা।এদিন সকাল...
ছবি সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট জাফলংস্থ পিয়াইন নদীতে ডুবে ১ পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকার পিয়াইন নদীতে পড়ে স্রোতের টানে তলিয়ে যান তিনি। নিখোঁজ পর্যটকের নাম আবু সুফিয়ান (২৬)।
তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সুফিয়ান পেশায় একজন কস্পিউটার মেকানিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সকালে সুফিয়ানসহ ৮জন বন্ধু মিলে জাফলং বেড়াতে আসেন। বিকেলের দিকে সবাই সাঁতার কাটতে পিয়াইন নদীতে পানিতে নামলে স্রোতের টানে সুফিয়ান তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা রাসেল আহমদ জানান, তারা ৮জন বন্ধু মিলে সকালে জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।
বিকেলের দিকে তারা পানিতে নামলে বাকিরা নদীর পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যায় সুফিয়ান নিখোজঁ হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়েও সুফিয়ানের কোন খোজখবর পাওয়া যায়নি। রাত ৭টায় এই প্রতিবেদ পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পায়নি থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ডুবুরিদের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো চলমান রয়েছে। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসএ/সিলেট