আগামী নির্বাচন ইসলাম ও...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। আগামী নির্বাচন শুধু দেশের...
ছবি সংগৃহিত
সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
:
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) বলেছেন, খেলাধুলার মাধ্যমে শৃংখলার চর্চা করা হয়। এর মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থ জীবন লাভ করা সম্ভব।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
বেলা ২ টায় সমিতির ল’ইয়ার্স ক্লাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এডভোকেট। সহ-সমাজ বিষয়ক সম্পাদক সৈয়দ রাব্বী হাসান তারেক এডভোকেট এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের এডভোকেট।
স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সম্পাদক-০১ মো. অহিদুর রহমান চৌধুরী এডভোকেট, সমিতির যুগ্ম সম্পাদক-০২ মো. রব নেওয়াজ রানা এডভোকেট। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ এডভোকেট। বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট সামছুল হক, কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য এডভোকেট কল্যাণ চৌধুরী, এডভোকেট আলীম উদ্দিন, সাবেক সহ সভাপতি এডভোকেট মো. কামাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট মুমিনুর রহমান টিটু, এডভোকেট আব্দুছ ছত্তার, এডভোকেট হুমায়ুন রশীদ সুয়েব, এডভোকেট সলমান উদ্দিন, সাবেক লাইব্রেরী সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, সাবেক সমাজ বিষয়ক সম্পাদক মহোদয়গণ এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট রাশিদা সাইদা লাকী, এডভোকেট মতিউর রহমান, এডভোকেট মো. সাইফুর রহমান খন্দকার রানা, সহ সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মকসুদ আহমদ, আলী হায়দার ফারুক, এডভোকেট আজমল হোসেন, এডভোকেট আব্দুল কাদির, সাবেক সহ সম্পাদকবৃন্দ এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট নাদিম রহমান সহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে ২ নম্বর বার হলের সম্মুখে ফেস্টুন সম্বলিত শতাধিক বেলুন আকাশে উড়ানো হয়। এসময় সমিতির সিনিয়র, জুনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির এডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক।
এসএ/সিলেট