শিশুকে যৌন নিপীড়ন: মুয়াজ্জিন...
মক্তবপড়ুয়া এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হওয়া শরীফ উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শিশুর বাবা বাদী হয়ে নারী...
ছবি সংগৃহিত
সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, বুধবার থেকে যাদের কাছে পাথর পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পাথর প্রতিস্থাপনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, তিনদিনের আল্টিমেটাম আজ শেষ হচ্ছে। বুধবার থেকে আমরা আরও কঠোর হবো। যার কাছে পাথর পাওয়া যাবে তার বিরুদ্ধেই কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাথর প্রতিস্থাপনের প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে সিলেটের নবনিযুক্ত এই জেলা প্রশাসক বলেন, দেখুন প্রকৃতি যেভাবে পাথরগুলো সাজিয়ে ছিল আমরাতো হুবহু তা করতে পারবোনা।
তবে পরিবেশবিদদের সাথে সলাপরামর্শ করে আমরা যতটুকু সম্ভব ওইভাবে প্রতিস্থাপনের চেষ্টা করছি। তিনি আরও বলেন, দু’একটা ঢল নামলে আমার মনে হয় আগের মতো না হলেও অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে সাদাপাথর।
এসময় জেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট