৩ দিনের আল্টিমেটাম : সাদাপাথরে ফেরত গেল ২ লাখ ঘনফুট পাথর

post-title

ফাইল ছবি

সিলেটে জেলা প্রশাসকের কঠোর হুশিয়ারি ও পূর্ব ঘোষিত ৩ দিনের আল্টিমেটামের পর পাথর ফেরত দিতে শুরু করেছেন পাথর লুটকারীরা। রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর ফেরত দিয়েছেন ব্যবসায়ীরা।

জানা যায়, শনিবার (২৩ আগস্ট) এক অনুষ্ঠানে লুটকৃত পাথর স্বেচ্ছায় ফেরত দিতে সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত ৩ দিনের সময় বেঁধে দেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সিলেটে জেলা প্রশাসকের কঠোর হুশিয়ারি ও পূর্ব ঘোষিত ৩ দিনের আল্টিমেটামের পর টনক নড়ে পাথর লুটকারীদের।

তার কঠোর হুশিয়ারির পর শনিবার রাত থেকে সাদাপাথরের লুণ্ঠিত পাথর স্বেচ্ছায় ফেরত দিতে শুরু করেছেন পাথর লুটকারীরা। পাথরের মালিকরা নিজেদের খরচে ট্রাক ও ট্রলি দিয়ে পাথর নিয়ে যাচ্ছেন ভোলাগঞ্জে। গত ২৪ ঘণ্টায় ২৮ ট্রাক পাথর স্বেচ্ছায় ফেরত এসেছে। তার মধ্যে মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ২০ ট্রাক পাথর ও সিলেট সদর উপজেলা থেকে ৮ ট্রাক পাথর ফেরত দেওয়া হয়েছে। ফেরত আসা সাদাপাথরগুলো ভোলাগঞ্জে প্রতিস্থাপন করা হচ্ছে।

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, ‘শনিবার (২৩ আগস্ট) বিকাল থেকে রবিবার (২৪ আগস্ট) বিকাল ৬টা পর্যন্ত প্রায় ২ লাখ ঘনফুট পাথর স্বেচ্ছায় দিয়ে আসছেন পাথর লুটকারীরা। স্বেচ্ছায় ফেরত দেওয়া ২৮ ট্রাক পাথরের মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ২০ ট্রাক পাথর ও সিলেট সদর উপজেলা থেকে ৮ট্রাক পাথর ফেরত এসেছে।’

জেলা প্রশাসক আরও বলেন, ‘পাথর লুটে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারাই প্রকৃতির ক্ষতি করেছে, তাদের বিচার হবে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় কোনো ছাড় নেই। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

এসএ/সিলেট