সাদাপাথরে পর্যটকবাহী নৌকা ছাড়া সব...
বালু ও পাথর লুট ঠেকাতে কোম্পানীগঞ্জে ধলাই সেতুর ৫০০ মিটার নিচ থেকে পর্যটন স্পট সাদাপাথর পর্যন্ত শুধুমাত্র পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারবে। এছাড়া সেখানে...
ছবি সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪নং পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর কাটারি নামক স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ১৭৭-মডেলের ৪টি এয়ার গান আটক করেছে ৪৮ বিজিবি জোয়ানরা।
শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টায় উপজেলার সীমান্তবর্তী জাফলং চা-বাগান এলাকার কাটারি নামক স্থান থেকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে ৪টি অবৈধ অস্ত্র (১৭৭-মডেলের এয়ারগান) উদ্ধার করেছে বলে জানিয়েছে বিজিবি।
রবিবার দ্পুুর সাড়ে ১২টায় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি'র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ গোয়াইনঘাট উপজেলা জাফলং চা-বাগানস্থ কাটারি নামক স্থান থেকে অস্ত্র গুলো পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি'র অধিনায়ক বিএ-৭৮৪৪ লেঃ কর্নেল মো. নাজমুল হক বলেন, উর্দ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে সকল প্রকার নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকার প্রতাপপুর এলাকার কাটারি নামক স্থান থেকে অভিযান পরিচালনা করে ভারতীয় ১৭৭-মডেলের এয়ার গান আটক করা হয়েছে। আটককৃত অস্ত্র সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট