বিমানবন্দর থেকে শহর পর্যন্ত সৌন্দর্য বৃদ্ধিতে রাস্তার দু’পাশে গাছ লাগানো হবে : জেলা প্রশাসক

post-title

ছবি সংগৃহিত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহর পর্যন্ত রাস্তার দু’পাশে সৌন্দর্য আরও বাড়ানো হবে। সেজন্য লাগানো হবে গাছ। এমন চিন্তাভাবনা করছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিভাগীয় বৃক্ষরোপন অভিযান ও বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, সিলেট একটি আধ্যাত্মিক পর্যটন নগরী। সারাবছর দেশ-বিদেশের পর্যটকরা এখানে ভ্রমণে আসেন। জাফলং সাদাপাথর লালাখালসহ সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আসা পর্যটকদের স্বাগত জানাতে এই নগরীর সৌন্দর্যবৃদ্ধির ব্যাপারে আমরা সচেতন।

তিনি বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহর পর্যন্ত রাস্তাটির সৌন্দর্য  আরও বাড়ানো যায়। সেজন্য এই রাস্তার দু’পাশে গাছ লাগানো হবে। বিষয়টি আমরা বিবেচনা করছি।

ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করবো। তিনি আরও বলেন, এটা আমরা খুব সুন্দর করবো। এয়ারপোর্টে নামার পরে এই রোডে যখন ঢুকবে, লোকজন যেন দেখে বুঝতে পারে এটা সিলেট শহর। আমরা যেন গর্ব করতে পারি, হ্যাঁ এটাই আমাদের সিলেট। সিলেট বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার দেবোজিৎ সিংহ। এছাড়াও অন্যান্য সরকারি কর্মকর্তা, কর্মচারি এবং মেলায় অংশগ্রহণকারী স্টল মালিক ক্রেতা ও সচেতন সিলেটবাসী উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট