বিয়ানীবাজার পৌর শহরে ডাকাতি, অর্ধকোটি...
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আবুল মিয়ার বাড়িতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতদল নগদ...
বামে নিহত মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম এবং ডানে ঘাতক আনহার আলী।
সিলেটের বিশ্বনাথ উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের নয়াসৎপুর গ্রামের সমছু মিয়ার চায়ের দোকানে এ ঘটনা ঘটে ।
নিহত রবিউল ইসলাম (৩৮) উপজেলার দেওকলস ইউনিয়নের নয়াসৎপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
আটক আনহার আলী একই গ্রামের আইন উদ্দিনের ছেলে। তিনি গাঁজা বিক্রেতা বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আনহার ও রবিউল। বাকিতে বিক্রি করা গাঁজার টাকা না পেয়ে আনহার নিজের কাস্টমারদের গালমন্দ করছিলেন। এটার প্রতিবাদ করেন রবিউল। পরে এ নিয়ে দুজনের মধ্যে ধাস্তাধস্তি হয়।
পরে আনহার মিয়া বাড়িতে গিয়ে চাইনিজ কুড়াল এনে পেছন দিক থেকে রবিউলকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রবিউল মারা যান।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এসএ/সিলেট