জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদিক আহমেদ (২১) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সাদিক উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের কলাকুটা শাহজালালপুর গ্রামের মেস্তরী মোহাম্মদ সেলিম আহমেদের বড় ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাতিডহর গ্রামে রাজমিস্ত্রির কাজ করছিলেন। এসময় একটি বাড়ির অন্ধকার কক্ষে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে,  বৃহস্পতিবার রাত ১০টায় ইছামতি রকিফিয়া মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে দাফন করা হয়।




এসএ/সিলেট