নোমান হত্যার দায় স্বীকার শ্যালক...
আদালতের নির্দেশে ৪ দিনের পুলিশের রিমান্ড শেষ জকিগঞ্জের কালিগঞ্জ এলাকার ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যার দায় স্বীকার করলেন শ্যালক সুমন। রবিবার চার দিনের...
ছবি সংগৃহিত
সিলেটে ভারতীয় পণ্যের বিশাল চালান জব্দ করেছে বর্ডার গাার্ড বাংলাদেশ- বিজিবি (৪৮ ব্যাটালিয়ন)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের সংগ্রাম, ডিবিরহাওর বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা, সুনামগঞ্জের ছাতক উপজেলার লাফার্জ বিওপি বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, সুপারি, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার মোটরসাইকেল এবং বারকী নৌকা জব্দ করে।
এছাড়াও ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট উপজেলার নন্দীগ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাভেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চোরাই পণ্য বহনকারী ডিআই পিকআপ, ডাম্পার এবং টাটা ট্রাক জব্দ করে। বুধবার দিবাগত রাতে পরিচালিত এসব অভিযানে জব্দকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য-৪ কোটি ৫৭ লাথ ৩ হাজার ৫৩০ টাকা।
বিজিবি জানায়, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা চলছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যগুলোর ব্যাপারে আইনীগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ/সিলেট