সুবিচার নিশ্চিত করতে সুশাসনের বিকল্প...
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর সাথে পরিমাপ জড়িত। সৃষ্টির কোন কিছুই পরিমাপের বাইরে নেই। তাই সমতার সমাজ রাষ্ট্র ও...
নিহত ফাহিম
সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে নিহত ফাহিম হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে গোলাপগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ঢাকাদক্ষিন ইউনিয়নের পশ্চিম বারোকোট গ্রামের মো. জিলাল উদ্দিনের স্ত্রী কুলসুমা বেগম, তার ছেলে সাঈদ আহমদ ও মাহিদ আহমদ।
গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার মধ্যরাতে তাদের গ্রেফতার করে গোলাপগঞ্জ থানায় নিয়ে আসা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া গোলাপগঞ্জ থানার এস আই আবু সাঈদ।
উল্লেখ্য, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত ৩০ এপ্রিল মধ্যরাতে সাঈদ আহমদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন একই গ্রামের মাওলানা আব্দুল আলীমের ছেলে ফাহিম আহমদ।
পরদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে ফাহিমের পিতা আব্দুল আলীম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
এসএ/সিলেট