ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এখনো...
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন বলেছেন, ষড়যন্ত্র যতদিন থাকবে, বিএনপির আন্দোলন-সংগ্রাম ততদিন চলবে। বিএনপির বিরুদ্ধে পতিত...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দলই সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ‘পুশইন’ নারী ও শিশুসহ ১৫ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। ৯ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৩ শিশু রয়েছে।
থানায় হস্তান্তর করা ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার কনসুর গ্রামের আজিজুল মোল্লার ছেলে মো: রফিকুল ইসলাম, নড়াগাতী উপজেলার কলাবাড়িয়া গ্রামের ইনগুল শেখ এর ছেলে তারা শেখ, কালিয়া উপজেলার জয়পুর গ্রামের মান্নান শেখ এর ছেলে রাজিব শেখ, নানু মিয়ার মেয়ে শারমিন, রাজিব শেখ এর ছেলে জোবায়ের (৪), ইয়াসিন (২), বেন্দাসচর গ্রামের আমজাদ শেখ এর ছেলে হাবিবুর রহমান, কুনজপুর গ্রামের গিয়াস শেখ এর ছেলে সুমন শেখ।
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বালিয়াভাংগা গ্রামের মাবুদ শেখ এর ছেলে তরিকুল শেখ, মাহাবুর শিকদারের মেয়ে শান্তা, তরিকুল শেখ এর মেয়ে সুমাইয়া (৮) ও ছেলে মোহাম্মদ শেখ (৪), নড়াইল জেলার কালিয়া উপজেলার সাতবাড়ীয়া গ্রামের এরান মোল্লার ছেলে আব্দুল ছাত্তার, বাগেরহাট জেলার রামপাল উপজেলার চিরোম্বা গ্রামের জিন্দা শেখ এর মেয়ে হারিনা, সাহাব উদ্দীনের ছেলে আবু হুরারা (৭)।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, দলই সীমান্ত এলাকা দিয়ে পুশইন করা মহিলা ও শিশুসহ বিজিবির হাতে আটক ১৫ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তারা ভারতে সাজাভোগ করে এসেছে।
তাদের বিরুদ্ধে কোন মামলা নেই। আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে ছেড়ে দেওয়া হবে। তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।
৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া জানান, আটককৃতদের যাচাই-বাছাই করে দেখা গেছে তারা বাংলাদেশী। তাদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কোন মামলা দেয়া হয়নি। তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়ার জন্য পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে।
এসএ/সিলেট