বাংলাদেশকে সিরিজ হারানোর হুঙ্কার...
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছে দলটি। ২০৬ রানের বড়...
ছবি সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের কাছে ৭-৬ ব্যবধানে নাটকীয়ভাবে হেরে ইউরোপীয় মঞ্চ থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা। কিন্তু এমন হৃদয়ভাঙা হারের পরও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন কোচ হানসি ফ্লিক। প্রথম মৌসুমেই কোচ হিসেবে চারটি শিরোপার লক্ষ্যে এগোচ্ছিলেন তিনি, তবে ইউরোপের শ্রেষ্ঠত্বের ট্রফি এবার হাতছাড়া হয়ে গেল।
তবে এই হারে হতোদ্যম হবে না বার্সা, জানিয়ে দিয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমি আমার দলের জন্য গর্বিত, ছেলেরা সবকিছু দিয়েছে মাঠে। কখনও কখনও এমনই হয়। আমাদের মেনে নিতে হবে, আর আগামী মৌসুমে আবার শুরু করতে হবে। চ্যাম্পিয়ন্স লিগ জয় আমাদের অন্যতম লক্ষ্য। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’
ইন্টার মিলানের বিপক্ষে দুই লেগের উত্তাল সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হেরে যায় বার্সা। তবে মৌসুম এখনও শেষ হয়ে যায়নি। সামনে লা লিগায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ—রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’। বর্তমানে বার্সেলোনা চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে এবং রবিবারের ম্যাচে জয় তাদের ঘরোয়া ট্রেবল জয়ের সম্ভাবনাকে আরও জোরদার করবে।
ইতোমধ্যেই স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জিতেছে ফ্লিকের বার্সা। লা লিগা জয় করলেই প্রথম মৌসুমেই তিনটি ঘরোয়া ট্রফি জয়ের বিরল কৃতিত্ব অর্জন করবেন জার্মান কোচ।
তার জন্য লা লিগায় রিয়ালের বিপক্ষে অন্তত হার এড়াতে হবে বার্সাকে। সে ম্যাচ নিয়ে ফ্লিক বললেন, ‘লা লিগাও কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। তবে ছেলেরা আবারও নিজেদের সেরাটা দেবে। তারা যখন রাত তিনটা বা চারটায় ঘরে ফিরবে আর আয়নায় তাকাবে, তখন নিজেদের নিয়ে গর্ব করতে পারবে।’
এসএ/সিলেট