সুবিচার নিশ্চিত করতে সুশাসনের বিকল্প...
সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর সাথে পরিমাপ জড়িত। সৃষ্টির কোন কিছুই পরিমাপের বাইরে নেই। তাই সমতার সমাজ রাষ্ট্র ও...
ছবি: সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষ, চিনি ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এই দুই সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার জৈন্তাপুর সীমান্তের শূন্য লাইন হতে ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় ১০টি মহিষ আটক করা হয়। এছাড়া আরেকটি অভিযানে ভারতীয় ১২টি মহিষ আটক করা হয়।
এদিকে কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ১৩৩ বোতল মদ এবং ভারতীয় ১ হাজার ৫০০ কেজি চিনি জব্দ করা হয়।জব্দ করা এসব মালামালালের আনুমানিক বাজরমূল্য ৫০ লাখ ২৪ হাজার ৫০০ বলে জানায় বিজিবি।
এ ব্যাপারে ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট বাণী ডেস্ক