Search all
  • Search all
  • Articles
  • Authors
  • Tags
Search all
  • Search all
  • Articles
  • Authors
  • Tags

ধর্মপাশায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

post-title

ছবি সংগৃহিত

সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো সাফায়েত (৬) ও মীম আক্তার (৬)। সাফায়েত হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে এবং মীম জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের মামুন মিয়া মেয়ে। রবিবার দুপুরে ধর্মপাশায় হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মীম দীর্ঘদিন ধরে হিজলা গ্রামে তার মামা শাহীনের বাড়িতে নানীর সাথে থাকতো। রোববার  সকালে মীম ও তার মামাতো ভাই সাফায়েত বাড়ির সামনে খেলাধুলা করছিল। একপর্যায়ে দুই জনেই বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়।

পরে দুপুরে পরিবারের লোকজন দুজনকে এক সঙ্গে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নাই।

এসএ/সিলেট