নগরীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার(৭ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি.) শেখ মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে মহানগরীর বাদামবাগিচা ০২ নম্বর রোডস্থ এস.কে স্টোর নামীয় খলিলের মুদির দোকানের সামনে থেকে ইয়াবাসহ আসামিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মো. জাহাঙ্গীর আলম। তিনি মৃত ফজলু মিয়ার ছেলে। তার বাড়ি বড়বাজার-১২৬, আম্বরখানা এলাকায়।

পুলিশ জানায়, আটক আসামির কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ তথ্যটি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএ/সিলেট