নোয়াখালীকে বড় ব্যবধানে হারালো ঢাকা ক্যাপিটালস

post-title

ছবি সংগৃহীত

নাসির হোসেনের ৫০ বলে অপরাজিত ৯০ রানের বিধ্বংসী ইনিংসে নোয়াখালী এক্সপ্রেসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করল ঢাকা। অন্যদিকে টানা পঞ্চম হারে টুর্নামেন্টে জয়হীন থাকার লজ্জায় ডুবল নোয়াখালী।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা সুখকর ছিল না ঢাকার। দলীয় ১৪ রানেই দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (০) ও আব্দুল্লাহ আল মামুনকে (১) হারিয়ে চাপে পড়ে তারা। তবে তৃতীয় উইকেটে ইরফান শুক্কুরকে নিয়ে ৫৯ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন নাসির।

১১ বলে ১২ রান করে ইরফান ফিরলেও এরপর আর কোনো বিপদ হতে দেননি নাসির। ইমাদ ওয়াসিমকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। নাসিরের ৫০ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ২টি ছক্কার মার। অন্যপ্রান্তে ইমাদ ওয়াসিম ১৬ বলে ২৯ রানের ক্যামিও খেলে ৩৫ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ঢাকার বোলারদের তোপে মাত্র ৪০ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপর্যয়ে পড়ে নোয়াখালী।  তবে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবি ও হায়দার আলি ৬১ বলে ৯০ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে ১৩৩ রানের সম্মানজনক পুঁজি এনে দেন। হায়দার ৩৬ বলে ৪৭ এবং নবি ৩৩ বলে ৪২ রান করেন। ঢাকার হয়ে তাসকিন, সাইফউদ্দিন, জিয়াউর, ইমাদ, নাসির ও আব্দুল্লাহ আল মামুন প্রত্যেকেই ১টি করে উইকেট শিকার করেন।

এসএ/সিলেট