এলাকাবাসীর সাথে মতবিনিময়

জকিগঞ্জ -কানাইঘাটের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে : চাকসু মামুন মিডিয়া

post-title

সংগৃহীত

উন্নয়ন বঞ্চিত জকিগঞ্জ - কানাইঘাটের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার কারণে রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার বেহাল দশা রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য দলমত নির্বিশেষে সবাইকে জেগে উঠতে হবে। উন্নয়ন প্রশ্নে আমরা সবাই ঐক্য, সবার আগে এলাকার উন্নয়ন। 
শুক্রবার বাদ মাগরিব কানাইঘাট উপজেলার ৭নং বাণীগ্রাম ইউনিয়নের ব্রাম্মণগ্রাম খেয়াঘাটে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। 
তিনি আরও বলেন, অঞ্চলের মানুষ বিএনপিকে ভোট দিতে চায়। স্থানীয় নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে তৃণমূলের নেতা-কর্মীরা। 
সিলেট-৫ আসন হলো বিএনপির দুর্গ। এ দুর্গ রক্ষা করতে আগামী সংসদ নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি। এ অঞ্চলে বিএনপিকে দূর্বল করার জন্য নানামুখি ষড়যন্ত্র চলছে। এ্সব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
স্থানীয় সাবেক মেম্বার ইয়াকুব আলীর  সভাপতিত্বে ও মাস্টার আমিনুল ইসলামের পরিচালনায়  এলাকাবাসীর মধ্যে বক্তব্য দেন সালিশ ব্যক্তিত্ব এবাদুর রহমান মেম্বার, ফরিদ উদ্দিন, তাজ উদ্দিন, শরীফ উদ্দিন, এখলাছুর রহমান, বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, মহানগর  কৃষকদলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলার সদস্য মাহবুবুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, সাবেক জেলা ছাত্রদলনেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, বিএনপি নেতা মহিউদ্দিন, এনাম, মিজান, জসিম ল ছাত্রদলনেতা বাবলু, রায়হান প্রমুখ।



নিজস্ব প্রতিবেদক