ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার— জাউয়াবাজার ইউনিয়নে বিএনপি নেতাদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন

জাতির মুক্তি সনদ ৩১ দফা ছড়িয়ে দিতে জাউয়াবাজারে বিএনপির উঠান বৈঠক; মিলনের দিকনির্দেশনায় তৃণমূলে উৎসাহ

post-title

ছবি মোঃ তাজিদুল ইসলাম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত “জাতির মুক্তি সনদ ৩১ দফা” প্রচার ও ধানের শীষের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ছাতক উপজেলার ৯ নং জাউয়াবাজার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বৈঠকটি নির্বাচনী তৎপরতায় নতুন গতিশক্তি সঞ্চার করে।

বুধবার (২৬ নভেম্বর) রাতে জাউয়াবাজার ইউনিয়নের কাইতকোনা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাউয়াবাজার ইউপি বিএনপির আহ্বায়ক সদস্য এস এম মাহমুদ।

বৈঠকটি যৌথভাবে পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুক্তাদির আলমগীর ও সেলিম আহমদ।

উঠান বৈঠকের প্রধান অতিথি ছিলেন ছাতক-দোয়ারা আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। তিনি বলেন, জাতির মুক্তি সনদ ৩১ দফা জনগণের অধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় সংস্কারের বাস্তব রূপরেখা। প্রতিটি দফা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম,ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সামছুর রহমান বাবুল, উপজেলা কমিটির সদস্য আতাউর রহমান এমরান, ফয়জুর রহমান, কামাল উদ্দিন, আব্দুস সালাম নোমান, সাজ্জাদুর রহমান, ছুবেদ আলী, আব্দুর রহিম, লিজন তালুকদার, গয়জুল আহমদ পাবেল, জাহাঙ্গীর আলম,ছায়াদ মিয়া, মাহবুব আহমদ, তোফায়েল আহমেদ, রুমান আহমদ সহ স্থায়ীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়— এটি গণমানুষের আশা, অধিকার ও পরিবর্তনের প্রতীক। জনগণের হাতে ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে তৃণমূলেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

উঠান বৈঠকটি স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও উৎসাহব্যঞ্জক পরিবেশে সম্পন্ন হয়।


টিএ/ছাতক