কানাইঘাটে জমি নিয়ে বিরোধের ঘটনায় হত্যা মামলার আসামি গ্রেফতার

post-title

সিলেটের কানাইঘাট এলাকায় জমি নিয়ে বিরোধের ঘটনায় হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯।

গ্রেফতারকৃত আব্দুল হামিদ সিলেটের কানাইঘাট উপজেলার ডাউকেরগুলের মৃত আলা উদ্দিন ওরফে আলাউর রহমানের ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম আব্দুল হান্নান ওরফে হানাই সিলেট জেলার কানাইঘাটের বাসিন্দা। বিবাদীগণ কর্তৃক ভিকটিমের জমি জবরদখল ও চাঁদা দাবির বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে গত ৯ নভেম্বর ভোরে ভিকটিম তার বসতঘরে ঘুমিয়ে ছিল। ভিকটিমের স্ত্রী ভোর বেলা ঘরের দরজা খোলার পর বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে খুন করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জোরপূর্বক ঘরে প্রবেশ করে ভিকটিমকে ঘুমন্ত অবস্থায় জাপটে ধরে এবং রশি দ্বারা হাত পা বেঁধে ফেলে।

পরবর্তীতে বিবাদীরা ডেগার, জিআই পাইপ দিয়ে ভিকটিমের মাথা লক্ষ্য করে আঘাত করলে মাথা ও ঘাড়ে গুরুতর রক্তাক্ত এবং ফাটা জখম হয়। অতঃপর অন্যান্য বিবাদীরা লোহার রড় দ্বারা পুনরায় ভিকটিমের মাথা, ডান পা ও শারীরের বিভিন্ন স্থানে এলোপাতারি আঘাত করলে হাডভাঙ্গা জখম হয়। বিবাদীগণ ভিকটিমকে মৃত ভেবে হাত পায়ের বাঁধন খুলে দিয়ে চলে যায়।

ভিকটিমের আত্মীয় স্বজন চিকিৎসার জন্য কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সিলেট জেলার কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।

পরে মঙ্গলবার রাতে সিলেট জেলার কানাইঘাট থানাধীন আলীরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে জমি নিয়ে হত্যাকান্ডের মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট