কিছুদিনের মধ্যে সাদাপাথর আগের অবস্থায় ফিরবে: সারোয়ার আলম

post-title

ছবি সংগৃহিত

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম বলেছেন, কিছুদিনের মধ্যে সিলেটের সাদাপাথর আগের অবস্থায় ফিরবে ইনশাল্লাহ। রিইনস্টল, লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা  এবং প্রতিরোধ- এই তিনটি বিষয় সামনে রেখে আমরা কাজ করছি।

তিনি বৃহস্পতিবার বিকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন। 

তিনি বলেন, আর যাতে সিলেটের পাথর লুট হতে না পারে বা বাইরে যেতে না পারে সেজন্য আমরা আরও কঠোর নজরদারির ব্যবস্থা করবো। লুণ্ঠিত পাথরগুলো কোথায় কোথায় আছে সেটি খোঁজে বের করে আমরা রিইন্সটল করছি। আশা করছি, কিছুদিনের মধ্যে সাদাপাথর আগের অবস্থায় ফিরে আসবে। 

তিনি বলেন, আপাতত আমরা তিনটি বিষয় সামনে রেখে কাজ করছি। লুণ্ঠিত পাথর উদ্ধার ও রিইন্সটল, জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আর যাতে পাথর লুন্টন বা চুরি না হয় সে ব্যাপারে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। পাথর লুন্টনের কারণগুলো চিহ্নিত করলে প্রতিরোধ ব্যবস্থা জোরদার সম্ভব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক সারোয়ার আলম আরও বলেন, অপরাধের মাত্রা অনুযায়ী আমরা আইনী ব্যবস্থা গ্রহণ করবো। শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধই উত্তম। এসময় সিলেট জেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট