আমাকে নির্বাচিত করুন আমি চাঁদাবাজমুক্ত দুর্নীতিমুক্ত সিলেট-১ আসন উপহার দিব: হাবিবুর রহমান

post-title

ছবি সংগৃহিত

ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান ও জামায়াত মনোনিত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমাকে সিলেট-১ আসনে নির্বাচিত করুন আমি আপনাদেরকে চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত সিলেট-১ আসন উপহার দিব।

যেখানে মানুষের মান-সম্মান, ইজ্জত-আবরু ও ধর্মীয় অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, গত ৫ আগষ্ট আমাদের ছাত্র-জনতা তরুণ-তরুণীদের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন ঘটিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করা হয়েছে। এখন সঠিক নেতৃত্বের মাধ্যম দেশ গড়ার কাজে আমাদের ঝাপিয়ে পড়তে হবে।

তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন আপনারা আমাদের ভাই-বোন-আপনজন। আমি বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছি প্রতিটি এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছি এর পিছনের আপনাদের অনেক অবদান রয়েছে এজন্য আপনাদের জানাই কৃতজ্ঞতা ও মোবারকবাদ। তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াত ইসলামী সিলেট-১ আসন থেকে আমাকে প্রার্থী ঘোষনা করেছে। উক্ত নির্বাচনে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজমুক্ত সিলেট গঠনের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

বুধবার বাদ জোহর নগরীর একটি অভিজাত হোটেলের সেমিনার হলে ইবনেসিনা হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজ পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। হাসপাতালের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোঃ ওয়াবদুল হকের পরিচালনায় আরও বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ও জামায়াত মনোনীত সিলেট-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, ইবনেসিনা ট্রাস্টের এজিএম নিয়াজ মকদুর শিবলী, বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে বক্তব্য রাখেন ইউরোলজি বিশেষজ্ঞ অধ্যাপক প্রমোদ রঞ্জন সিংহ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ আলবাবুর রহমান, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ কামাল আহমদ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চৌধুরী ফয়জুর রব জুবায়ের, মেডিসিন বিশেষজ্ঞ তানভীর মুহিত ও শেখ কবির আহমদ, গাইনি বিশেষজ্ঞ জামিলা খাতুন চৌধুরী, সার্জারী বিশেষজ্ঞ জামাল আহমদ চৌধুরী, মেডিসিন বিশেষজ্ঞ জুলেখা বেগম, চক্ষু বিশেষজ্ঞ আহমদ ফারুক প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের এজিএম ও এডমিন ইনচার্জ আবু সাইদ মোহাম্মদ আলমগীর, ম্যানেজার (হিসাব) মো. মনিরুজ্জামান, ম্যানেজার (পারচেইজ) মো. আল আমিন, হাসপাতালের রিকাবীবাজার শাখা ইনচার্জ রেজাউল ইসলাম, ডেপুটি ম্যানেজার (কাস্টমার কেয়ার) মো. নুরুল হক, ডেপুটি ম্যানেজার (এইচআরডি) ইকবাল আহমেদ খন্দকার, ম্যানেজার (কর্পোরেট) মো. শাহেদ আলী, এসিসট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম মুমিন, হাসপাতালের রিকাবীবাজার শাখার হেড অব মার্কেটিং মোঃ মামুন সরকার প্রমূখ। সভায় প্রায় আড়াই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।


এসএ/সিলেট