কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন : মাছের পোনা অবমুক্ত

অনাবাদী জমি মৎস্য চাষের আওতায় এনে আমিষের চাহিদা পূরণ করুন : ইউএনও তানিয়া আক্তার

post-title

ছবি সংগৃহীত

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে কানাইঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, কানাইঘাটে জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানমালা সুচারুভাবে পালন সহ মাছ চাষে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

সেই সাথে তিনি নদী-নালা ও হাওর-বাওর বেষ্টিত কানাইঘাট উপজেলার হাওরাঞ্চলের অনাবাদী সকল জমি মৎস্য চাষের আওতায় নিয়ে এসে আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হওয়ার জন্য মাছ চাষে সবাইক এগিয়ে আসার আহ্বান জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত মো. শফিকুল ইসলাম ভুঁইয়ার পরিচালনায় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সুবল চন্দ্র বর্মণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মুহিদুল হক সহ বিভিন্ন অধিদপ্তরে সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও মৎস্য খামারীরা।

এসএ/সিলেট