সুনামগঞ্জে রোশনা হত্যা: ছেলের...
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আলোচিত রোশনা হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড ও মায়ের যাবজ্জীবন কারাদণ্ড ও এক জনের ৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার বিকালে...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।
তাদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে খেলা স্থগিত করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার পাগলাবাজার হাই স্কুল মাঠে পশ্চিম পাগলা ও জয়কলস ইউনিয়নের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি পেনাল্টি সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সিদ্ধান্তের বিরোধিতা করে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে।
পরে প্রশাসনের হস্তক্ষেপে পুনরায় খেলা শুরু হলেও খেলোয়াড়দের বাগবিতণ্ডা-হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে সমর্থকরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় স্থানীয়রা শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।
এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, খেলা চলাকালে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অপ্রীতিকর ঘটনায় খেলা স্থগিত করা হয়েছে।
এসএ/সিলেট