আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ...
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা। আর তা বাস্তবায়নে দরকার একটি...
আইনজীবীদের উদ্দেশ্যে শেখ আশফাকুর রহমান
ছবি সংগৃহিত
সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান বলেছেন, সিলেট বারের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধশালী। সিলেট জেলা আইনজীবী সমিতির আইনজীবীগণ বাংলাদেশের বিচারাঙ্গণে বিপুল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ভবিষ্যতে আইনপেশাকে আরো সমৃদ্ধশালী করতে হলে আইনজীবীগণকে আরোও গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে হবে।
সোমবার বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির ০২ নম্বর হলে সমিতির সম্মানীত সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ মো. অহিদুর রহমান চৌধুরী এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মো. রব নেওয়াজ রানা এডভোকেট এর যৌথ সঞ্চালনায় এবং সমিতির সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের এডভোকেট এর নির্দেশনায় আইনজীবী সমিতির সিনিয়র সদস্য আবু মোহাম্মদ আসাদ এডভোকেট এর আইনপেশায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংবর্ধনা প্রাপ্ত আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, সৌভাগ্যবান আইনজীবীকে দেখে মনে হয় না তিনি ইতোমধ্যে আইনপেশায় ৫০ বছর পূর্ণ করেছেন। বিজ্ঞ আইনজীবী আইনপেশায় ৫০ বছর কিভাবে কাটিয়ে দিলেন তা ভাবতেই আমি বিস্মিত হই। সংবর্ধনা প্রাপ্ত বিজ্ঞ আইনজীবী নবীন-প্রবীন আইনজীবীদের মধ্যে আদর্শ হয়ে থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ রাজীব কুমার বিশ্বাস, সিলেটের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিন এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের সরকারী কৌঁসুলি শামীম আহমদ সিদ্দিকী এডভোকেট, সিলেটের পাবলিক প্রসিকিউটর আশিক উদ্দিন (আশুক) এডভোকেট, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বদরুল আহমদ চৌধুরী এডভোকেট। বক্তব্য রাখেন ইতিপূর্বে সিলেট বারে আইনপেশায় ৫০ বছর পূর্ণকারী গোল্ডেন মেম্বার ও সাবেক সভাপতি আব্দুল খালিক এডভোকেট, গোল্ডেন মেম্বার মো. গিয়াস উদ্দিন এডভোকেট, গোল্ডেন মেম্বার মো. আব্দুর রকিব এডভোকেট ও গোল্ডেন মেম্বার মস্তাক আলী এডভোকেট। সমিতির সাবেক সভাপতিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট, এ.এফ. মো. রুহুল আনাম চৌধুরী (মিন্টু) এডভোকেট, এ.কে.এম. শমিউল আলম এডভোকেট ও সামছুল হক এডভোকেট।
সংবর্ধিত আইনজীবীর উদ্দেশ্যে শ্রদ্ধাস্মারক পাঠ করেন সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক মো. জোবায়ের বখ্ত জুবের এডভোকেট।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সিনিয়র সদস্য মো. আব্দুর রহমান চৌধুরী এডভোকেট এবং পবিত্র গীতা পাঠ করেন সমিতির সিনিয়র সদস্য ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট।
প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত আইনজীবীকে কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি-২ মোহাম্মদ মখলিছুর রহমানহ এডভোকেট, যুগ্ম সম্পাদক-১ মো. অহিদুর রহমান চৌধুরী এডভোকেট, যুগ্ম সম্পাদক-২ মো. রব নেওয়াজ রানা এডভোকেট, সমিতির সমাজ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এডভোকেট, সহ-সমাজ বিষয়ক সম্পাদক সৈয়দ রাব্বী হাসান তারেক এডভোকেট, সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক হেনা বেগম এডভোকেট, সমিতির সহ-সম্পাদক এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ এডভোকেট, সাহেদ আহমদ এডভোকেট ও কাওছার আহমদ এডভোকেট। সমিতির পক্ষ থেকে সংবর্ধিত বিজ্ঞ আইনজীবীকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের এডভোকেট।
সুবর্ণজয়ন্তী পালনকারী সিনিয়র সদস্য আবু মোহাম্মদ আসাদ এডভোকেট সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুবর্ণজয়ন্তী পালনকারী সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য আবু মোহাম্মদ আসাদ এডভোকেটকে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে এবং কেক কেটে শুভেচ্ছা জানানো হয় এবং সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির মেম্বার্স বেনিভলেন্ট ফান্ড হতে প্রদেয় টাকার চেক, গোল্ড মেডেল, শ্রদ্ধা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় সংবর্ধিত আইনজীবীর পরিবারের সদস্যগণও উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট