আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ...
সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা। আর তা বাস্তবায়নে দরকার একটি...
ছবি সংগৃহীত
নগরীর আম্বরখানায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা এই ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশকে ৫ই আগস্টের পরবর্তী সময়ে একটি ট্রমাটাইজ অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। ট্রাফিকে যারা ডিউটি করেন, তাদেরকে ওয়াশরুম সুবিধাসহ রেস্ট ও কর্মপরিবেশ দেওয়ার জন্য মূলত আজকে আম্বরখানায় একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে।
ট্রাফিক পুলিশ রৌদ্র ও বৃষ্টির মধ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু তাদের যখন ওয়াশরুমের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন হন। সেই প্রেক্ষাপটে বিভিন্ন পয়েন্টে একটি করে পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে । তাহলে যারা ডিউটি করবে, তারা অন্তত কষ্ট হলেও রিফ্রেশমেন্টের জন্য একটি জায়গা পাবেন। এ সময় তিনি সাংবাদিকবৃন্দ, সিলেট সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।’
উল্লেখ্য যে, পূর্বে এখানে ট্রাফিক পুলিশ সদস্যদের বসার জন্য যায়গা ছিল। ৫ই আগষ্ট ২০২৪ খ্রি: এর পর সাময়িক সময়ের জন্য পুলিশের অনুপস্থিতে জনৈক মহিলা এই জায়য়গাটি অবৈধভাবে দখল করে দোকান দেয়। পরবর্তীতে পুলিশী প্রচেষ্টায় অবৈধ দখলমুক্ত করে সিলেট সিটি কর্পোরেশনের সহায়তায় একটি আধুনিক সুবিধাযুক্ত ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করে উদ্বোধন করা হয়। এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট