ওসমানী মেডিকেল এলাকা হকারমুক্ত রাখার দাবিতে পদ্মা ব্যবসায়ী সমিতির আলোচনা সভা

post-title

ছবি সংগৃহিত

সিলেট ওসমানী মেডিকেল এলাকা হকারমুক্ত রাখার দাবিতে রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় পদ্মা ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক, পদ্মা ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক হাজী আব্দুল করিম পান্নার উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন হাজী আব্দুল করিম, হাজী সানাউল হক জিতু, শামসুদ্দীন আহমদ, আনোয়ার হোসেন আনাই, রফিকুল ইসলাম ফেনু, নাছির উদ্দীন, জামাল আহমদ, আব্দুর রহিম মতছির, সাদ্দাম হোসেন, আফজল আহমদ।

সভাপতির বক্তব্যে হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, ওসমানী মেডিকেল রোড হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকা দিয়ে প্রতিনিয়ত রোগী ও তাদের স্বজনরা যাতায়াত করে থাকেন। রাস্তার দুপাশে হকার থাকার কারণে সবসময় যানজটের সৃষ্টি হয়ে থাকে। যার ফলে ভোগান্তীতে পড়তে হয় রোগী ও তাদের স্বজনদের। এই এলাকা যানজট ও হকারমুক্ত রাখতে এলাকার ব্যবসায়ী ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আশরাফ উদ্দীন, হাজী মো. আলমগীর, মীর্জা এম এস হোসেন, মো. খসরুজ্জামান খসরু, দীলিপ কুমার দাস, মো. আলা উদ্দিন, সুমন আহমদ, নাসিরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ফেন্টু, মোহাম্মদ মুকিত, মান্নান, মো. আব্দুল মালিক, মিন্টু, মসাহিদ আলী, আবুল কাসেম, আনছার, মনুছব আমীন তজুল, মো. সাদুল হাসান তারেক, মো. মাসনুন আজিব, মির্জা শাহরীয়ার জালালী কাইজার, রাজীব সিংহ বিজিৎ, তারেক আহমদ, মো. সজীব আহমদ, জয় দাশ, মো. অপু আরাফাত, মোহাম্মদ মছব্বির আলী, হোসেন আহমদ প্রমুখ।

এসএ/সিলেট